সরাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থী হানিফ আহমেদ সবুজের সমর্থনে নির্বাচনী সভা

ব্রাহ্মণবাড়িয়া, 18 March 2024, 48 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : আসন্ন সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ আহমেদ (সবুজ) এর সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে (১৭মার্চ) রবিবার বিকালে স্থানীয়দের উদ্যোগে উপজেলার চুন্টা ইউনিয়নে ৩নং ওয়ার্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা উপস্থিত ছিলেন তারাখলা ও নতুন হাঁটির এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

স্থানীয় মাওঃ হাজী ফজলুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ আহমেদ (সবুজ), এছাড়াও সভায় বক্তব্য দেন স্থানীয় এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হানিফ আহমেদ (সবুজ) বলেন, আমি মানুষের জনকল্যাণ কাজ করার জন্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি আপনাদের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে জনস্বার্থে কাজ করব।