আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক- ১

ব্রাহ্মণবাড়িয়া, 18 March 2024, 28 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে   আশুগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৭ মার্চ রাত  ০২:৩০ মিনিটে মোঃ আবুল বাশার গাজী  (৩৪) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার  করেছে আশুগঞ্জ থানা পুলিশ।আটককৃত মাদক কারবারী আবুল বাশার গাজী বরগুনা জেলার আমতলী থানার গুলিশাখালী গ্রামের আব্দুল সাত্তার গাজীর ছেলে। পুলিশের উদ্ধৃতি থেকে জানা যায়,অভিযানকালে এসআই/মোঃ মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ আশুগঞ্জ থানার চরচারতলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার আনুমানিক  ২০০ গজ পূর্ব দিকে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর থেকে ৩০ কেজি গাঁজা ও ০১ টি মিনি কাভার্ড ভ্যানসহ উল্লেখিত আসামীকে হাতেনাতে গ্রেফতার করে এবং ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার সহযোগী ঢাকা মেট্টো-ন-১২-১৬৮২ কাভার্ড ভ্যান এর অজ্ঞাতনামা পলাতক ড্রাইভার ‍ছিল বলে জানতে পারে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) নাহিদ আহমেদ জানান,উক্ত ঘটনায় ধৃত আসামী ও অজ্ঞাতনামা পলাতক আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান,মাদকের বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স। অভিযান অব্যাহত থাকবে।