বিজয়নগরে দত্তখলা প্রবাসী মানবকল্যাণ সংগঠনের আয়োজনে ২১টি মসজিদে ইসলামী বই বিতরণ 

ব্রাহ্মণবাড়িয়া, 16 March 2024, 32 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পবিত্র মাহে রমাদান উপলক্ষে শীর্ষক আলোচনা সভা ও ২১টি মসজিদে ইসলামী বই বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের দত্তখলা প্রবাসী মানবকল্যাণ সংগঠনের আয়োজনে চর ইসলামপুর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাবেক অধ্যক্ষ আব্দুল মুমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দত্তখলা প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মুনিরুজ্জামান, জয়নাল আবেদিন, মাওলানা মিজানুর রহমান প্রমুখসহ বিভিন্ন মসজিদের ইমামগণ। সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে চর ইসলামপুরের ২১টি মসজিদের ইমামদের হাতে ইসলামী বই তুলে দেন অতিথিবৃন্দ।