মাহে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং 

ব্রাহ্মণবাড়িয়া, 14 March 2024, 33 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মাহে রমজানে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেনসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা এই মনিটরিং কার্যক্রম চালান। এ সময় তারা শহরের আনন্দবাজার, জগৎবাজার, সড়ক বাজার, কোর্ট রোডসহ বিভিন্ন বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে পন্যের মূল্য নিয়ে কথা বলেন এবং বিভিন্ন দোকানের ক্রয় মূল্যের সাথে বিক্রয়মূল্য সঠিকতা যাচাই করেন।
বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন ধারাবাহিকভাবে মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যহত থাকবে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।