ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর ও তার সহযোগীদের বিরুদ্ধে সরকারী নাল ভূমি ও কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে গত ১৯শে ফেব্রুয়ারী লিখিত অভিযোগ করেন এলাকার লোকজন।
অভিযোগে বলা হয়,আজাদ হাজারী আঙ্গুর ও তার সহযোগীরা ঘাটুরা মৌজার ১ নং খাস খতিয়ানের বিএস ২০৪৪ দাগের ৬ শতক নাল ভূমি ও ২০৬০ দাগের ২ শতক কবরস্থানের জায়গা দখল করে দোকানঘর নির্মান করে বানিজ্যিক ভাবে ভোগ দখল করছেন। তবে সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর অভিযোগ অস্বীকার করে বলেন, এব্যাপারে তার কিছু জানা নেই। জায়গা ঠিকই আছে। সরকারের জায়গা থাকলে সরকার উদ্ধার করুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম শেখ অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন,জায়গাটি পরিমাপ করে দেখার জন্যে সহকারী কমিশনারকে(ভূমি) দায়িত্ব দেয়া হয়েছে।