ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের  তিনদিন ব্যাপী ৯ আর্ট ক্যাম্প আগামীকাল শুরু হচ্ছে 

ব্রাহ্মণবাড়িয়া, 27 February 2024, 42 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। শিশুরা ইট-পাথরের দালান-কোঠায় থেকে তারা হাপিয়ে উঠে ও তাদের মনমানসিকতাও ইট-পাথরের মতো শক্ত হয়ে যায়, তাই তাদের প্রতি বছর গ্রামের পরিবেশে রাখা ও ছবি আঁকার পরিকল্পনা নিয়ে তিতাসনদীর পাড়ে প্রকৃতির সান্নিধ্যে শিশু এ ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে তিনব্যাপী ৯ম আর্ট ক্যাম্পের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার  ২৯ ফেব্রুয়ারি হতে ১ ও ২ মার্চ বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে মলাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হবে। ৯ম আর্ট ক্যাম্পে তিন শতাধিক অধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করবে। প্রতিদিন সকাল সাতটা হতে বিকাল পাঁচ টা পযন্ত চলবে।আগামীকাল বৃহস্পতিবার  ২৯ ফেব্রুয়ারী সকাল আটটায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। নবম আর্ট ক্যাম্পের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সভাপতি মোঃ মাসুকুল ইসলাম মাসুক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু।