ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের আনন্দ ভ্রমণ

ব্রাহ্মণবাড়িয়া, 20 February 2024, 47 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে আনন্দ ভ্রমণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া মূখ্য অঞ্চলের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল নরসিংদীর ওয়ান্ডার ল্যান্ডের মরজালে দিনব্যাপী সবাই আনন্দ উৎসবে মেতে উঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের কণর্ধার ইউছুফ খান সোহেল ডিজিএম এবং উনার পরিবারবর্গ,বিভিন্ন শাখা হতে আগত ব্যবস্থাপকবৃন্দ,অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দর ও সাবেক বতর্মান সিবিএ ও তাদের পরিবারবর্গ।শুরুতেই ফটোশেসন,দিনব্যাপি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, কবিতা আবৃত্তি, দৌড়, হাড়ি ভাঙ্গা, ফুটবল গোলপোস্টে শট দেয়ার, রেফেল ড্র,পুরস্কার বিতরণি,দর্শক পর্ব, নতুন কর্মকর্তাবৃন্দ এবং অবসরপ্রাপ্তদের মাঝে মিলনমেলায় পরিণত হয়।
এ সময় আয়োজিত একটি সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় এমন সুন্দর একটি আয়োজনের জন্য ব্যাংকের সিনিয়র স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানান সবাই। যার যার অনুভ’তি ব্যাক্ত করার সময় সবাই উছ্বাসিত প্রকাশ করে সবাই বলেন,শহরের যান্ত্রিক জীবনে সবাই হাপিয়ে উঠেছি। এমন একটি আয়োজন সত্যিই আমাদের সবাইবে অনেক প্রানবন্ত করেছে।আমরা চাই প্রতি বছরই এমন আয়োজন হোক। আমরা পরিবারকে নিয়ে যাতে নির্মল আনন্দ উপভোগ করতে পারি। পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে ও আমরা সম্পৃক্ত হতে চাই। বিশেষ করে ডিজিএম ইউছুফ খান সোহেল স্যারের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। তিনি আমাদের সবাইকে অনেক ভালবাসেন।