মালয়েশিয়ায় ৮০ জনকে টপকে প্রথম হলেন বাংলাদেশি শিক্ষার্থী

প্রবাসী খবর, 31 August 2021, 524 বার পড়া হয়েছে,

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ায় ৮০ জন শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম পুরস্কার (ডায়মন্ড) অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম ওলিদ বিন নাসির। মালয়েশিয়ার ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ওই বাংলাদেশি ৩৫টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত ফাইনাল ইয়ার প্রজেক্ট রিসার্চ অ্যান্ড ইনোভেশন পোস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে (আরআইপিসি) প্রথম পুরস্কার পেয়েছেন।  তিনি চট্টগ্রামের পাঁচলাইশের নাসির উদ্দিন চৌধুরীর পুত্র।

২০১৯ সালে প্রথম চালু করা ইভেন্টটির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের চূড়ান্ত বছরের প্রকল্প, থিসিস বা গবেষণাপত্র উপস্থাপন করা। চলতি মাসের ৫ তারিখ অনলাইনে ওলিদের গবেষণাপত্র জমা করার পর ২৮ আগস্ট জুরিবোর্ড তাকে প্রথম পুরস্কারে ভূষিত করেন।

২০১৭ সালে ব্যাচেলর ইন ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়ন শুরু করেন ওলিদ।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি সম্মানজনক পুরস্কার জেতা খুবই গর্বের। আমি আশা করি আমরা এরকম আরও পুরস্কার জিততে পারব এবং আমাদের দেশকে গর্বিত করতে পারব।