কসবা প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করলেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, 17 February 2024, 26 বার পড়া হয়েছে,
শেখ কামাল উদ্দিন,কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনের এই উদযাপনে প্রধান অতিথি হিসেবে ছিলেন তিনি। এ সময় তাকে কসবা প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মো. রাশেদুল কাওসার ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, কসবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. ছাইদুর রহমান মানিক, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বেলাল, কসবা পৌর আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মো. রুস্তম খা, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া মিলন, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন।

কসবা প্রেসক্লাবের সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য দেন, কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. শহীদুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক মো. এমদাদুল হক সোহাগ প্রমুখ। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ‘সাংবাদিকতা হোক নিরীহ, বঞ্চিত ও শোষিত মানুষের জন্য’ এ স্লোগানকে সামনে রেখে ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি কসবায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত হয় কসবা প্রেসক্লাব। সংগঠনটি ৪০তম প্রতিষ্ঠা দিবস পালন করছে। এ উপলক্ষে কসবা প্রেসক্লাব বছর ব্যপী নানা কর্মসূচি পালন করবে। অনেক স্মৃতি রয়েছে এ সংগঠনটির।