ব্রাহ্মণবাড়িয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া, 9 February 2024, 20 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১৬৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী সকালে শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গনে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো জহিরুল ইসলাম ভুঞার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এস.এম. শান্তুনু চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন , স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রমূখ।
এ সময় বিভিন্ন ইভেন্টে খেলা পরিচালিত হয়।
অতিথিরা বলেন, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ । এ বিদ্যালয় থেকে অনেক মেধাবী শিক্ষার্থীরা উঠে এসেছে এবং তারা দেশ ও জাতির কল্যানে কাজ করছে। আজকের এ ১৬৫ তম ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা মনে করি শিশুদের মানুষিক বিকাশ সাধিত হবে । শিশুরা দেশ ও জাতির প্রাণ। তারা দেশ ও জাতির ভবিষ্যত। দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের পরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।