আখাউড়ায় সরকারি খালের মাটি কাটার দায়ে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 6 February 2024, 24 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে ভেকু (খননযন্ত্র) দিয়ে সরকারি খালের মাটি কাটার দায়ে মো: মজিবুর রহমানকে দুই লাখ টাকা ও শেখ খোকন মিয়া নামে আরেক এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকাসহ মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। মাছরাঙ্গা টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর নড়েচরে বসেছে প্রশাসন।উল্লেখ্য ,গত ২৬ শে জানুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসন।
গতকাল সোমবার সন্ধ্যায় জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেন মো: মজিবুর রহমান ও শেখ খোকন মিয়া। মো: মজিবুর রহমান আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার গ্রামের হাজী আব্দুল হামিদ মিয়ার ছেলে ও শেখ খোকন মিয়া ওই গ্রামের হাজী শেখ সহিদ মিয়ার পুত্র। এর আগে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট প্রশান্ত চক্রবর্তী উপজেলার ধরখার ইউনিয়নের কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের তিতাস নদীর ব্রিজ সংলগ্ন ব্রিজের পূর্ব পাশে বনগজ স্টিল ব্রীজের কাছে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। একটি চক্র দীর্ঘ দিন ধরে নদীর তীর থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভেকু দেখতে পেয়ে তাদেরকে জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট প্রশান্ত চক্রবর্তী বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে মো: মজিবুর রহমানকে দুই লাখ টাকা ও শেখ খোকন মিয়া কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।