শাহবাজপুর ‘মানবতা’ সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার

ব্রাহ্মণবাড়িয়া, 25 January 2024, 69 বার পড়া হয়েছে,
কোহিনূর আক্তার প্রিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ‘মানবতা’ সংগঠনের পক্ষ থেকে শনিবার সকালে হুইলচেয়ার উপহার হিসেবে পৌঁছে দিয়েছে কসবা উপজেলার মনকাশাইর হিতুলপুর গ্রামে এক প্রতিবন্ধী ছেলে’কে।
তার নাম সাকিব তারা এক ভাই এক বোন, বাবা আট বছর যাবত প্যারালাইসিস কোন কাজ করতে পারে না। মা খুব কষ্ট করে এই সংসারটা চালিয়ে যাচ্ছে। শাকিবের সংসারে আয় রোজগার করার মত তেমন কেউ নেই।
এমতাবস্থায় শাকিব জন্ম থেকে প্রতিবন্ধী সে কথা বলতে পারে সুন্দর করে, কিন্তু হাঁটাচলা করতে পারে না এমন সময় শাহবাজপুর ‘মানবতা’ সংগঠন তার পাশে হুইল চেয়ার নিয়ে পাশে দাঁড়িয়েছে।
এ-সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট নারী সংগঠক সমাজসেবিকা কোহিনূর আক্তার প্রিয়া, ‘মানবতা’ সংগঠনের সমন্বয়ক ফারাভি রহমান, সদস্য হাদিস রহমান, শর্মিল, বৃষ্টি আক্তার, মাসুম, সাজিদ, রায়হান।