মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে আখাউড়া পৌরসভার দেবগ্রাম আমতলীবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার সহকারী উপপরিদর্শক হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার সকালে পরিত্যক্ত ওই ডোবায় লাশসদৃশ কিছু ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির পরনে শার্ট ও লুঙ্গি ছিল। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে আখাউড়া পৌরসভার দেবগ্রাম আমতলীবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার সহকারী উপপরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার সকালে পরিত্যক্ত ওই ডোবায় লাশটি ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির পরনে শার্ট ও লুঙ্গি ছিল। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।