ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 2 January 2024, 24 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় সামসু মিয়া (৫৭) নামের এক পথচারী নিহত হয়েছে।
২ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসু মিয়া ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সামসু মিয়া সড়কের এক পাশ থেকে অন্য পাশে পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তিনি মারা যান।
তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাইভেটকারটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনা আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।