ব্রাহ্মণবাড়িয়ায় ‘গ্রীণ ফুড কর্ণার’ উদ্বোধন 

ব্রাহ্মণবাড়িয়া, 30 December 2023, 43 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মনোমুগ্ধকর পরিবেশে কাস্টমাদের চাহিদা সম্পন্ন আকর্ষণীয় সব রকমের খাবার নিয়ে হাজির হয়েছে ‘গ্রীণ ফুড কর্ণার’৷ পৌরশহরের মধ্য মেড্ডা সিও অফিসের দিঘির উত্তর পূর্ব পাশে মনোরম পরিবেশে এ রেস্টুরেন্টের শুভ সূচনা হয়েছে৷ এ রেস্টুরেন্টটি বড় করার পরিকল্পনা আছে আমাদের।
এখানে দেশি-বিদেশি সব ধরণের খাবারের আইটেম রয়েছে৷ এর মধ্যে উল্লেখযোগ্য আইটেমর মধ্যে রয়েছে চিকেন, সুপ, কারি, চাওমিন, নুডলস, রাইস, সালাড, রাইস, পিজা, কফি, কোল ড্রিংস, জুস আইটেম, ফুচকা-চটপটি আইটেম সহ নানা আইটেমের সুসাধ্য খাবার পাওয়া যাচ্ছে৷
পাশাপাশি দক্ষ সেফ, স্টাফ এবং অভিজ্ঞ পরিচালক দ্বারা পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরিবিলি পরিবেশে এ রেস্টুরেন্টের পরিচালনা করা হচ্ছে৷ রেস্টুরেন্টের পাশেই কাস্টমারদের জন্য রয়েছে ছবি তোলার সুন্দর জায়গা৷ এবং একসাথে ৬০ জন কাস্টমার এ রেস্টুরেন্টে বসে খেতে পারবে৷
‘গ্রীণ ফুড কর্ণার’ এর পরিচালক আরেফিন হোসাইন হৃদয় বলেন, সি ও অফিসে দিকে ভাল কোন রেস্টুরেন্ট নেই। পাশে একটি সরকারি দিঘি আছে, যেখানে মুরুব্বিরা হেটে এ রেস্টুরেন্টে আসতে পারবে এবং মান-সম্মত ভাল খাবার খেতে পারবেন।
এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকলকে গ্রীণ ফুড কর্ণারে আসার আমন্ত্রণ জানায়।