ব্রাহ্মণবাড়িয়ায় উবায়দুল মোকতাদির সমর্থনে বিশাল জনসভা 

ব্রাহ্মণবাড়িয়া, 25 December 2023, 35 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর ও বিজয়নগর) আসনে নৌকার প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং জেলা যুবলীগ নেতা এমরান হোসেন মাসুদ ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নৌকার মনোনীত প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খবির উদ্দীন।
জনসভায় উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য যেন বহাল থাকে সেটার জন্য আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। শেখ হাসিনা যেন মাথা উঁচু করে বিশ্বের বুকে শত্রু-মিত্র ও শত্রুদের দেখিয়ে দিতে পারে দেশের মানুষের জনসমর্থন আছে। সেজন্য সবাইকে কাজ করতে হবে।
উক্ত জনসভায় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মাহাবুবুল আলম খোকন, সাবেক সদস্য আজিজুল হক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, শহর আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাক আহমেদ খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ্, ওয়ার্ড আওয়ামী সভাপতি কাজী রেজাউল করিম বাবুল, সহসভাপতি নুরুল ইসলাম মুন্সী, জেলা আওয়ামী লীগ নেতা এড. এমদাদুল হক চৌধুরী, শহর যুবলীগ নেতা আমজাদ হোসেন রনি, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ নবী খান পলাশ, শহর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সোহেল, সাইফুল ইসলাম খান রনি, আশিকুল সোহাগ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতার হোসেন চৌধুরী, জেলা যুবলীগ নেতা সংগীতশিল্পী হৃদয় কামাল, উপজেলা যুবলীগের নেতা হাবিব আবদুল্লাহ সোহেল, শহর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক শেখ রাসেল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু তাহের, শাফির উদ্দিন চৌধুরী রনি, নারী নেত্রী সাবেক মহিলা কাউন্সিলর হালিমা মোরশেদ, নারী নেত্রী ইয়াসমিন চৌধুরী প্রমুখ।