ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 20 December 2023, 88 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন’ খাদ্য তৈরির স্থান অস্বাস্থ্যকর থাকায় এবং খাদ্য তৈরির  বিষাক্ত টেক্সটাইল কালার খুঁজে পাওয়ায় আনন্দময়ী মিষ্টান্ন ভান্ডারকে বিশ হাজার টাকা ও বাসি খাবার খোলা অবস্থায় রেফ্রিজারেটরে সংরক্ষণসহ অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বুরহান হোটেলকে চার হাজার টাকা, বাছির হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করে মোট ২৬ হাজার আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় সরাইল বিকাল  বাজারে ভেজাল বিরোধী অভিযানে  উপস্থিত ছিলেন, সরাইল নিরাপদ খাদ্য পরিদর্শক অফিসার গৌর পদ সাহা সহ সরাইল থানা পুলিশের একটি টিম।