ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জয়িতা পেল সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া, 9 December 2023, 43 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ৫জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সিভিল  সার্জন মো. একরাম উল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মান্নান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুন নেছা।

এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি মো. আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জেলার আখাউড়া উপজেলার আদমপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী আসমা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার টি.এ.রোডের সাহাদাৎ হোসেন পাটোয়ারীর স্ত্রী হোসেনে আরা বেগম, সফল জননী নারী হিসেবে পৌর এলাকার উত্তর মৌড়াইলের মৃত আবদুল হালিম ভূইয়ার স্ত্রী জোৎস্না আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী পৌর এলাকার দক্ষিণ পৌরতলার মৃত হিরন মিয়ার কন্যা জেসমিন আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পৌর এলাকার কান্দিপাড়ার আবু তাহের মিয়ার কন্যা মিনারা বেগমকে জয়িতা’র সংবর্ধনা দেয়া হয়।