ব্রাহ্মণবাড়িয়ায় আধুনিক দন্ত চিকিৎসায় দিনব্যাপী প্রশিক্ষণ 

ব্রাহ্মণবাড়িয়া, 23 November 2023, 80 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী আধুনিক দন্ত চিকিৎসার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ডেন্টাল সার্জন এসোসিয়েশন (ডিসাব) এর আয়োজনে ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ সেমিনারটি শহরেের স্থানীয়একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। রেনেটা ফার্মাসিউটিক্যালসের সহায়তায় এ সময় সেমিনারের মেন্টর ছিলেন ডা. এস.কে রহমান হিমেল।
এ সময় সেমিনারটির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ।প্রধান অতিথি ছিলেন ,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা আবু সাঈদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ডেন্টাল সার্জন এসোসিয়োশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান খান,ডেন্টাল সার্জান এসোসিয়শনের সভাপতি ডা. এম,এ, মনসুর,উপদেষ্টা ডা, মেসবাহ উদ্দিন চৌধুরী, ডা.  নাজমুল হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক শওকত হোসেন, সদর হাসপাতালের আর এম ও ফাইজুর রহমান ফায়েজ রেনেটা র সেলস ম্যানেজার  জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক শওকত হোসেন, ডা খবির উদ্দিনসহ জেলায় কর্মরত সকল ডেন্টাল সার্জানরা।
এ সময়  দন্ত চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দন্ত চিকিৎসা। সময় বক্তারা আরও বলেন, যুগের সাথে তাল মিলিয়ে দন্ত চিকিৎসা এখন অনেক এগিয়ে গেছে। এ সময় দন্ত চিকিৎসার জন্য শুধু মাত্র রেজিস্ট্রাট ডাক্তার যারা বিডিএস ডিগ্রিধারী তাদের শরনাপন্ন হতে বলা।ডিগ্রিধারী ছাড়া কেউ ডেনিষ্ট নয়।
সিভিল সার্জন ডা. একরামুল্লাহ বলেন, ব্যাঙ্গের ছাতার মত ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে উঠা অবৈধ ডেন্টাল চেম্বারগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব।কেউ আইনের বাইরে নয়।এ সময় সার্টিফিকেট প্রদান করা হয়। ডা.আবু সাঈদ বলেন, যুগের সাথে তাল মিলিয়ে দন্ত চিকিৎসা এখন অনেক আধুনিক। রেনেটাসহ যারা এমন  একটি সুন্দর প্রোগামের আয়োজন করেছে আমরা তাদের সাধুবাদ জানাই।