শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর ১৩ নং মাছিহাতা মডেল ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ৪র্থ তলা ভবন বিশিষ্ট প্রফেসর ফাহিমা খাতুন একাডেমিক ভবনসহ দুইটি ভবনের শুভ উদ্ভোধন করা হয়েছে।
সাংবাদিক শাহাদাত হোসেন সোহেলের সঞ্চালনায় এবং বিশিষ্ট শিল্পপতি ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোঃ আজমত মবিনের সভাপতিত্বে ১২ নভেম্বর রবিবার সকাল ১১ টায় তমিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গনে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র-সহ সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, ১৩ নং মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দসহ, ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর প্রধান অতিথিসহ সকল অতিথিদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু অহিদের নেতৃত্বে সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ তথা বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। পাশাপাশি আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকেও প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে মানপত্র তুলে দেওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু অহিদ তার স্বাগত বক্তব্যে প্রধান অতিথিসহ উপস্হিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিদ্যালয়ের আগামী দিনের পথচলায় এবং অতীত থেকে শুরু করে আজ অবদি শিক্ষার অসীম যাত্রা পথে আমরা আপনাদের সব সময় পাশে পেয়েছি। আগামী দিনেও আমাদের স্কুলের শিক্ষার আলো বিস্তারে অভিভাবক হিসেবে আপনাদের সবাইকে বন্ধুর মতো পাশে চাই। তিনি বলেন, আজ নতুন একাডেমিক ভবন উদ্ভোধনে আমাদের স্কুলের শিক্ষার গতি আরো আরো বহু অংশে বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। তিনি তার বক্তব্যে ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তার প্রতিষ্ঠানের বোর্ড পরীক্ষায় শতকরা সাফল্যের চিত্র সবার সামনে তুলে ধরেন। এবং আগামী দিনও বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী গঠনে তার এবং তার শিক্ষকদের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার আলো বিস্তার ও ভবিষ্যৎ জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষিকাদের আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানান। এবং শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার পাশাপাশি প্রতিষ্ঠানটির যে কোন ভালো কাজে ভবিষ্যতেও পাশে থাকার আশা ব্যাক্ত করেন।