মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এমপি শিউলী আজাদের উদ্যোগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউএসএইড এর ব্যবস্থাপনায় “নির্বাচনে নারী নেতৃত্বের অগ্রগতি” বিষয়ক এক শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১০শে নভেম্বর) শুক্রবার বিকালে সরাইল উপজেলার বিশ্বরোড লাল শালুক হোটেলের দ্বিতীয় তলার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।কোরআন তেলাওয়াত থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোশাররফ হোসেন।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মহিলা সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, এতে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের রিজিওনাল কর্মকর্তা আবুল কাশেম ও প্রোগ্রাম অফিসার শামীমা জাহান।
এতে বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, প্রভাষক তোফায়েল আজম,অধ্যাপক এম.এ হানিফ, কথা সাহিত্যিক মো. আমির হোসেন, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, চুন্টা ইউপি আ’লীগের সভাপতি শেখ মো. হাবিবুর রহমান, অরুয়াইল ইউপি আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, জেলা মৎস্যজীবী লীগের নেতা ও সমাজসেবক আলহাজ্ব সেলিম খন্দকার,ব্যবসায়ী জাবেদ আল-হাসান, শিক্ষার্থী মৌরী প্রমুখ।
এছাড়াও সভায় জনপ্রতিনিধি, সমাজকর্মী, রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, , লেখক, সাহিত্যিক, কৃষক, ব্যবসায়ি, কৃষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনায় করেন যুবলীগ নেতা বেলায়েত হোসেন মিল্লাদ।