বৈশাখী শিল্পী গোষ্ঠী’র ১০ বছরে পদার্পণ উপলক্ষ্যে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 6 November 2023, 141 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : বৈশাখী শিল্পী গোষ্ঠী’র ১০ বছরে পদার্পণ উপলক্ষ্যে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে এ সঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘বৈশাখী শিল্পী গোষ্ঠী’র প্রতিষ্টাতা সভাপতি মোহাম্মদ হোসেন এর সার্বিক তত্ত্ববধানে প্রধান পৃষ্ঠপোষক কবি দেওয়ান মারুফ এর সভাপতিত্বে ও সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।

অনুষ্ঠান উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্টাতা ডা. মো.আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি আতাউর রহমান শাহীন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু রতন কান্তি দত্ত, জাতীয় মানবাধিকার সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, তিতাস বার্তার সম্পাদক আব্দুল মতিন শানু, বিশিষ্ট গীতিকার ও সুরকার আনোয়ার হোসেন সোহেল কণ্ঠশিল্পী নাসির বাহার, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পারিষদের প্রতিষ্টাতা সভাপতি শফিকুল ইসলাম তৌছির। পিস ভিশন বাংলাদেশ সভাপতি এড. শেখ জাহাঙ্গীর আলম, সঙ্গীত শিল্পী ফারুক আহমেদ পারুল, ভৈরব পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ, ভৈরব ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা আলম, সুমন রানা বিশিষ্ট ব্যবসায়ী ভৈরব, মো. জামাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ভৈরব।
এছাড়াও সংগঠন এর প্রধান উপদেষ্ঠা মোস্তাক আহমেদ খোকন, সহ-সভাপতি আনিসুর রহমান, সহ-সভাপতি জাকির হোসেন রাজা, সাধারণ সম্পাদক সামসুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক আদিত্ব্য কামাল, নারী বিষয়ক সম্পাদক কোহিনূর আক্তার প্রিয়া, রোমানা আক্তার শ্যামলী, মানোয়ারা বেগম মুক্তা প্রমুখ।
বৈশাখী শিল্পী গোষ্ঠী একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্নজনের মাঝে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এ-বছর যারা সম্মাননা পেলে তারা হলেন, সমাজ সেবায় সাংবাদিক জাকারিয়া জাকির, মোস্তাক আহমেদ খোকন, শাহাবুর হোসেন খাঁন অপু, মো. মকবুল হোসেন, সাংগঠনিক কাজে বিশেষ অবদানে জন্য নীহার রঞ্জন সরকার, উপস্থাপনায় বিশেষ অবদানের জন্য আবদুল মতিন শিপন, আবৃত্তিতে শারমিন সুলতানা, অভিনয়ে ও সঙ্গীতে জাকির হোসেন রাজা, নৃত্যশিল্পী আল সাইফুল আমিন জিয়া।