ব্রাহ্মণবাড়িয়া-২ উপ নির্বাচনে অংশ নিতে প্রতীক পেয়েছেন পাঁচ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া, 20 October 2023, 91 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে প্রতীক পেয়েছেন পাঁচ প্রার্থী। শুক্রবার (২০ অক্টোবর) রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু (নৌকা), জাতীয়পার্টি প্রার্থী মো. আব্দুল হামিদ (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন (আম), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন (গোলাপফুল) ও স্বতন্ত্রপ্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (কলার ছড়ি)।
প্রতীক পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু বলেন, ১৯৭৫ সালের পর এ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হননি। দীর্ঘদিন পর আবারও এ আসনে প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়েছেন। এ আসনটি আমরা তাকে উপহার দিতে পারবো।
স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, আমি এরশাদ ও রওশন এরশাদের অনুসারী জাতীয় পার্টি করি। এর আগেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এ আসন থেকে বিজয়ী হয়েছিলাম। এবার দলীয়ভাবে জাতীয় পার্টি বিভক্ত হওয়ায় আমি দলীয় প্রতীক চাইনি। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।
গত ১ ফেব্রুয়ারি বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আব্দুস সাত্তার ভূঞা স্বতন্ত্র প্রার্থী হিসাবে কলার ছড়ি প্রতীক নিয়ে জয়লাভ করেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কলার ছড়ি প্রতীক পেয়ে স্বতন্ত্রপ্রার্থী মঈন উদ্দিন সামান্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঞার কাছে পরাজিত হন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এ শূন্য আসনে উপনির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।