সরাইলে স্বতন্ত্র প্রার্থী এড. জিয়াউল হক মৃধার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 20 October 2023, 81 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ শূণ্য আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক জাতীয় পার্টি (রওশন পন্থী) নেতা ও সাবেক সাংসদ এড. জিয়াউল হক মৃধা।

বৃহস্পতিবার, ১৯ই অক্টোবর, বিকালে কালীকচ্ছ ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সরাইল সদর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ আলী নেওয়াজ সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ , উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (১) দুলাল সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মিয়া, কালীকচ্ছ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: ছায়েদ হোসেন, ভুট্টু মিয়া সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

সভায় প্রধান অতিথি বক্তব্যে এড. জিয়াউল হক মৃধা বলেন, দলমত নির্বিশেষ সকল শ্রেনি পেশার মানুষ আমাকে সমর্থন দিয়েছে। আমি নির্বাচনে বিজয়ী হব (ইনশাআল্লাহ)। আমি বিজয়ী হলে সরাইল- আশুগঞ্জ নির্বাচনী এলাকায় রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে কাজ করব।