আসামে তালেবানের পক্ষে পোস্ট দেয়ায় গ্রেফতার ১৪

আন্তর্জাতিক, সোসাল মিডিয়া, 23 August 2021, 447 বার পড়া হয়েছে,
জনতার খবর ডেস্ক : আফগান তালেবানদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় ভারতের আসামের বিভিন্ন জায়গা থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, আসামের ১১টি জেলা থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাইলাকান্দির এক মেডিক্যালের ছাত্র। এছাড়া কামরূপ, বারপেটা, ধুবুরি ও করিমগঞ্জ জেলা থেকে দু’জন করে এবং দারাং, কাছার, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া ও হোজাই জেলা থেকে একজন করে গ্রেফতার হয়েছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য বিশেষ দল তৈরি করা হয়েছে। পুলিশের ডিআইজি ভায়োলেট বড়ুয়া নিজে এসব বিষয় তদারকি করছেন। আসাম পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আমরা সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি চালাচ্ছি। কোথাও তালেবানের সমর্থনে পোস্ট হলেই ব্যবস্থা নেওয়া হবে। টাইমস অব ইন্ডিয়া।