ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট অনলাইন জুয়া, ৫ জুয়ারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 17 October 2023, 115 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে ৫জন অনলাইন জুয়ারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। সোমবার (১৬ অক্টোবর) রাতে পৌর শহরের গোকর্ণঘাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  মঙ্গলবার দুপুরে মামলা দারেরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. রাকিব (৩০), মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. আকতার হোসেন (৪৫), সাইফুল ইসলামের ছেলে মো. কামাল (২২), আমিনপুর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে মো. সালাহউদ্দিন (৩২) ও চান্ডালখিল গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মো. আতিক মিয়া (২৮)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ক্রিকেট ও ফুটবল খেলার সময়ে তারা অনলাইনের বিভিন্ন অ্যাপে জুয়া খেলে থাকেন। পৌর এলাকার গোকর্ণঘাটে অফিস খুলে তারা জুয়া খেলায় অংশগ্রহণ আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮০০  টাকা পাওয়া যায়।জুয়ারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।