ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২০ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 16 October 2023, 56 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানার পুলিশ।
সোমবার ১৬ অক্টোবর কসবা থানার পুলিশের এক বিশেষ অভিযাননিক দল ভোর ৪.৪০ এর সময় কায়েমপুর  ইউনিয়নের সুবিধাপুর গ্রামস্থ  কসবা নয়নপুর সড়কের পার্শ্বে জনৈক নাজির মিয়ার  বাড়ির  বিপরীতে পাঁচটি পাটের বস্তার ভিতর প্রতি বস্তায় ২৪ কেজি করে সর্বমোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে আসামিরা দৌড়ে পালিয়ে যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, জনৈক নাজির মিয়ার  বাড়ির  বিপরীতে পাঁচটি পাটের বস্তার ভিতর প্রতি বস্তায় ২৪ কেজি করে সর্বমোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। মামলা রুজু প্রক্রিয়াধীন।