আশুগঞ্জে দাঙ্গা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 14 October 2023, 92 বার পড়া হয়েছে,
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : দাঙ্গামুক্ত আশুগঞ্জ গড়তে আশুগঞ্জে দাঙ্গা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্কাউটস’র আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সী, সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর, আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ। এসময় বক্তারা বলেন, দাঙ্গা একটি ভয়ঙ্কর ব্যধি, একটি অপবাদ। আমরা দাঙ্গা নামক অপবাদ থেকে অনেকটা বেড়িয়ে আসছি। আমরা দাঙ্গামুক্ত হতে চাই।
ক্যাম্পেইনে উপজেলার ৪৯ টি প্রাথমিক বিদ্যালয়, ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় এবং পাঁচটি মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা প্লেকার্ড বহন করে সারিবদ্ধভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে দাঙ্গা হাঙ্গামা বিরোধী স্লোগান দেয়।