সরাইল হাজত খানা থেকে পালিয়েছে আসামি, এসআইসহ ২ জন বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া, 14 October 2023, 106 বার পড়া হয়েছে,

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার হাজত খানা থেকে এক আসামী পালিয়েছে। (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য থানার ডিউটি অফিসার (এসআই) শাহিন পারভেজ ও কনষ্টেবল রোকসানা আক্তারকে বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে জানিয়েছে সরাইল থানার (ওসি) মো: এমরানুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় থানার হাজত খানার লোহার রড কৌশলে বাঁকা করে মোবাইল চুরির মামলার আসামী হৃদয়(১৫) ওরফে গিট্টু পালিয়ে যাই। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়, বাবার নাম বাবুল মিয়ার। বর্তমানে সে বিজয়নগরের জালালপুর গ্রামে নানা বাড়িতে থাকতো।

এর আগে, বিকালে পলাতক আসামি হৃদয়কে উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে মোবাইল চুরি সংক্রান্ত অভিযোগে একটি চুরির মোবাইলসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে (ওসি) আরও জানান, পুলিশ সুপারের লিখিত আদেশে তাদের কর্তব্য অবহেলার জন্য বরখাস্ত করা হয়েছে। হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার অপরাধে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। গত ২৪ ঘন্টায়ও পুলিশ থাকে গ্রেফতার করতে পারেনি। সে এখনও পলাতক আছে। ধরতে অভিযান অব্যাহত আছে।