ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একমাসের এমপি হতে মনোনয়ন দাখিল করলেন ৬ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া, 12 October 2023, 87 বার পড়া হয়েছে,

জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল- আশুগঞ্জ) উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এই তথ্য জানান।

মনোনয়ন দাখিল করা প্রার্থীরা হলেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল), বাংলাদেশ আওয়ামী লীগের শাহজাহান আলম, জাতীয়পার্টির আব্দুল হামিদ ও স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীম।

নির্বাচনী তফসিল অনুযায়ী ১২ অক্টোবর বাছাই। আপিল করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর। আপিলের নিস্পতি করা হলে ১৮ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং আগামী ৫ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি। বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এই আসনটি নিজের করতে মরিয়া আওয়ামী লীগ। সর্বশেষ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কোন প্রার্থী দেওয়া হয়নি। সেই নির্বাচনে বিএনপি থেকে বহিস্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঞাকে সমর্থন দেয় আওয়ামী লীগ। সে সময় আওয়ামী লীগের মনোনয়ন পেতে যারা মনোনয়নপত্র ক্রয় করেছিলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা প্রত্যাহার করে নেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের শেষ নাগাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ফলে উপনির্বাচনে যিনি জয়লাভ করেন তিনি এক মাসের মতো এমপি থাকতে পারবেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা ৬ বারের এমপি ছিলেন। এছাড়াও একবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গত ৩০ সেপ্টেম্বর তার মৃত্যুতে গত মঙ্গলবার (৪ অক্টোবর) আসনটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। পাশাপাশি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ৫ নভেম্বর।