শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করলেন স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম

ব্রাহ্মণবাড়িয়া, 11 October 2023, 72 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : জাতীয় সংসদ ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল- আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করছেন স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম৷

বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩ ঘটিকায় তিনি সরাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়ন পত্রটি জমা দেন।

এ সময় আবু তাহের, মনিরুজ্জামান, রমজান, মুখলেছ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ইব্রাহিম একজন সাবেক ফুটবল খেলোয়াড়। তিনি সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের সেতু মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া মারা যান। এতে আসনটি শূণ্য হয়। আগামী ৫ নভেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে এ আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর ২০২৩ ইং তারিখে।