রোডমার্চ সফল করার লক্ষ্যে সরাইলে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা 

ব্রাহ্মণবাড়িয়া, 3 October 2023, 139 বার পড়া হয়েছে,
মো. রুবেল মিয়া : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ৫ই অক্টোবর কুমিল্লা হইতে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষ্যে সরাইলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বিকালে  উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ প্রস্তুতি সভার  আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব মোঃ নুর আলম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর ও সদস্য সচিব মীর ওয়ালিদ, উপজেলা জাসাস এর  আহবায়ক রিপন ঠাকুর ও সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন প্রমুখ। উপজেলা  কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রোমান ইসলাম, উপজেলা নবীন দলের যুগ্ন -আহ্বায়ক -জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত সভায় উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস, নবীন দল, ওলামা দল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাশেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ওয়ালিউল্লাহ।