সাংবাদিকদের পেশার প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হবে – পিআইবি মাহাপরিচালক

ব্রাহ্মণবাড়িয়া, 1 October 2023, 175 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের পেশার প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হবে। সংবাদ সংগ্রহের জন্য সোর্স বাড়াতে হবে। বর্তমান জ্ঞানভিত্তিক সমাজে টিকে থাকতে হলে প্রতিটা কাজের অবশ্যই আউটপুট থাকতে হবে। পরিশ্রম করতে হবে। এজন্য কাজের প্রতি আরও দায়িত্ব নিতে হবে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায়, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের মসজিদ রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ইউনিয়নের কার্যকরী কমিটি ও সদস্যবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা জনাব জাফর ওয়াজেদ গণমাধ্যমের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় এ-সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাংবাদিক মো. আরজু, আ ফ ম কাউছার এমরান, কবি জয়দুল হোসেন, জনতার খবরের নির্বাহী সম্পাদক এইচ, এম জাকারিয়া জাকির, সাংবাদিক মুজিবুর রহমান খাঁন, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, এখন টিভির জেলা প্রতিনিধি আজিজুর বারী সঞ্চয়, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, জাফর ওয়াজেদ মহোদয়ের ব্যক্তিগত সহকারি নাজমুল হাসান মামুন প্রমুখ।