সরাইলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 30 September 2023, 135 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও উন্নত – সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রুপকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (২৯সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ), এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এড. জয়নাল উদ্দিন (জয়)।এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এড. আব্দুর রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান।

এছাড়াও সভায় বক্তব্য দেন সরাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কায়কোবাদ, পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক আব্দুল আহাদ, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী সভাপতি আবু তালেব, শাহজাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ ঠাকুর, নোয়াগাও ইউনিয়ন আ’লীগের সভাপতি হামিদুল হক, কালীকচ্ছ ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, চুন্টা ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিব, পানিশ্বর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. দ্বীন ইসলাম প্রমুখ।

এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।