বিজয়নগরে মাটির ঘরের দেয়াল ধসে ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 30 September 2023, 101 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল ধসে ভাইবোনের মৃত্যু হয়েছে। শিশু দুটির নাম মিশু ও রাফিন। তারা ভাইবোন। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিশু (১০) ও রাফিন (১২) উপজেলার ওই গ্রামের মান্নাফ মিয়ার (৪২) সন্তান। এ ঘটনায় মান্নাফ মিয়া, তার আরেক মেয়ে ইসু (১০) ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে খাওয়ার পর দুই মেয়ে, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে মান্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে নরম হয়ে যায়। হঠাৎ পাশের আরেকটি মাটির ঘরের দেয়াল ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে তারা আহত হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ইসুকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ওসি রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের তিনজন আহত ও দুই শিশু মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।