শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজের নব সৃষ্টি কলেজ শাখার শিক্ষক নিয়োগ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
২৩ সেপ্টেম্বর শনিবার নিদারাবাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজে প্রথমে উপস্থিত আবেদন প্রার্থীদের মধ্যে লিখিত পরিক্ষা ও পরে মৌখিক পরীক্ষা নেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে আগত বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফসর খান রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফসর আবি ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, গণিত বিভাগের অধ্যাপক প্রফসর মোঃ মুনির আহমেদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা গালিব রুমি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসাইন, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাখাল গোপ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু হানিফ, ইসলাম শিক্ষক বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান ভূঞা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনির হোসেন, দর্শণ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাছির উদ্দিন কলেজ শাখা শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহন করেন।
এসময় নিদারাবাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এর অভিভাবক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশেক মাওলা কাইজার, বঙ্গীয় স্থানীয় উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ, নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, অভিভাবক কমিটির সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।