খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আবেদন করেনি বিএনপিআইন : আইন মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, 23 September 2023, 83 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বদন্যতায় খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হয়েও মুক্ত থেকে সুচিকিৎসা নিতে পারছেন। তবে বিদেশের চিকিৎসার বিষয়ে তাদের (বিএনপি) পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদন করা হয় নি। আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে। পরে বিষয়টি দেখা যাবে, এখন কিছু বলা যাবে না।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে হরতাল অবরোধের যে হুমকি দেয়া হচ্ছে সে বিষয়ে আইনমন্ত্রী বলেন, তারা আইন ভঙ্গ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।