ব্রাহ্মণবাড়িয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

অপরাধ, ব্রাহ্মণবাড়িয়া, 20 August 2021, 552 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবেশে উঠে ব্যাটারিচালিত অটোরিকশা চালক শাহীন মিয়াকে (২৫) হত্যা করে ছিনতাইকারিরা। পরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যায়।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত গভীর রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক জেলা শহরের মেড্ডা মৌভাগ এলাকার জাকির হোসেনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, নিহত চালক শাহীনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হচ্ছে। ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করা হয়। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।