নাসিরনগরে ভাইয়ের হাতে ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়া, 17 September 2023, 95 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে  উপজেলা সদরে দুই পক্ষের সংঘর্ষে মীর ফাহাদ (৩২) নামে একজন তার চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে আরেক চাচাতো ভাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত মীর ফাহাদ নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মীর মোশারফ হোসেনের ছেলে।
জানা যায়,জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টাট দিকে নাসিরনগর সদর পশ্চিমপাড়ার সাবেক চেয়ারম্যান মীর মোশারফ হোসেন ও মীর জালালের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর পরপরই মীর জালালের লোকজন লাঠিসোঁটা নিয়ে মীর মোশারফ ও তার বড় ছেলে মীর ফাহাদের ওপর হামলা চালায়। হামলায় তখন নারী পুরুষ সহ অন্তত ১০ জন আহত হয়েছিলো বলে জানা যায়। হামলা চলাকালে তখন মীর ফাহাদকে বল্লম দিয়ে আঘাত করলে বল্লমের আঘাতে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ফাহাদ মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর অবস্থায় আহত মীর ফাহাদকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন আইসিইউতে লাইফ সাফোর্টে রাখার পর গত ১৬ সেপ্টেম্বর  শনিবার রাত আনুমানিক আটটায় সে  মারা যায়।
এ ব্যাপারে, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহাগ রানা মীর ফাহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চত করে বলেন, সংঘর্ষের সাথে জড়িত তিন আাসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে আসামীর বাড়িতে প্রতিপক্ষের হামলা ও লুটপাট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।