ডাক বিভাগের প্রথম শ্রেনীর কর্মকর্তার ধনাসী উচ্চ বিদ্যালয়ে আগমন

ব্রাহ্মণবাড়িয়া, 4 September 2023, 230 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল, ব্রাহ্মণবাড়িয়া : ধনাশী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার উজ্জল শিখা গ্রামের সকল শিক্ষার্থীদের মধ্যে ও চারপাশে ছড়িয়ে দিতে বাংলাদেশ ডাক বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তা মো. নূরুল হক ধনাসী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। নুরুল হক নবীনগর উপজেলার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র পটভূমি শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামের কৃতি মেধাবী এক কৃতি সন্তান ও বাংলাদেশ ডাক বিভাগের প্রথম শ্রেণির একজন কর্মকর্তা। যদিও তিনি প্রায়ই সুযোগ পেলে এলাকাতে তার নিজ গ্রামে আসেন তবে এবার এসেছেন ভিন্ন রূপে। গত ৩রা সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় এবার আসেন তিনি অত্র গ্রামের গ্রামের ধনাশী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবার এসেছেন তিনি তার লেখা বিভিন্ন ধরনের বই নিয়ে। নুরুল হক ২৬ শে জুন ১৯৫৯ সালে নবীনগর উপজেলার শিবপর ইউনিয়নের ধনাশী গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৬৮ সালে প্রাইমারি বৃত্তি পরীক্ষায় নবীনগর উপজেলার বগডহর প্রাথমিক বিদ্যালয় থেকে বৃহত্তর কুমিল্লা জেলায় (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,চাঁদপুর) ২৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে মেধার সাক্ষর রেখে প্রথম স্থান অধিকার করেন ।এবং ১৯৭২ ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ রায় হাই স্কুল থেকে জুনিয়র বৃত্তি লাভ করেন।এস এস সি -১৯৭৪,এইচ এস সি- -১৭৭৬,বি এ-১৯৭৯, এম এস এস-১৯৮১( রাজনীতি বিজ্ঞান), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাক্ষর রেখে পাস করেন। তার লেখা বইগুলোর মধ্যে প্রথম বইটি হলো জীবন থেকে নেওয়া। দ্বিতীয় টি হলো বিষের বাঁশি বাজবে যখন। তৃতীয় টি হলো বেদনার বহ্নিশিখা। এবং তার লেখা শেষ বিকেলের গল্প, এসব বই গুলো স্কুলের ৬ষ্ট শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে নিজ হাতে তুলে দেন। বই হাতে দেওয়ার সময় তিনি সকল শিক্ষার্থীদের কে পড়াশোনায় মনোনিবেশ হওয়ার বিশেষ আহ্বান জানান।

এসময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো:গোলাম আকবর, সিনিয়র শিক্ষক কাজীআমজাদ হোসেন, মো:তারিকুল ইসলাম ভূইয়া, ধনাশী গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. রেজাউল হোসেন ভুঁইয়া মাখন, বিশিষ্ট সমাজ সেবক মো. জামাল ভুঁইয়া,সহ উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে মো. নুরুল হক বলেন- “একটি শিক্ষিত জাতিই পারে একটি সমাজকে বদলে দিতে, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত, শিক্ষা ছাড়া কখনোই উন্নতি লাভ করা সম্ভব নয়। তিনি তার বক্তব্যে সকলকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।