ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ টাকায় কিনে ১৬০ টাকায় ডাব বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 1 September 2023, 122 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ডাবের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) দুপুরে শহর রেলগেইট ও স্টেশন রোড এলাকায় এই  অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

এ সময় ডাবের দোকানে মূল্য তালিকা না থাকা এবং ডাবের ক্রয় মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করার দায়ে দুই ডাব ব্যবসায়ীকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে পুজি করে একটি অসাধু চক্র ডাবের দাম বৃদ্ধি করে চড়া মূল্যে ডাব বিক্রি করে যাচ্ছে।  ৯০ টাকায় ডাব কিনে ১৬০ টাকায় বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
এসময় মো. শামীম নামের এক ডাব ব্যবসায়ীকে ৫ হাজার এবং মায়ের দোয়া নামের আরেক ডাব ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানের সময় ডাবের দাম ৩০ থেকে ৪০ টাকা কমে যায়।