নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়ায় খরমপুর কেল্লা শহীদের মাজারে ওরসে আসা আরও দুই ভক্তের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট রেলপথের খরমপুর তিতাস নদীর ২ নম্বর সেতুর নিচ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অসংখ্য ভক্ত রেললাইন দিয়ে হেঁটে খরমপুর মাজারে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন সেতু থেকে নদীতে ছিটকে পড়ে নিহত হয়। এছাড়া কয়েকজন সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়।
খবর পেয়ে রাতেই আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে দুইটি মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার দুপুরে সেতুর নিচ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।