সরকার এক দলীয় কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে চায় : রিজভী

ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি, 16 August 2021, 497 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর হত্যার বিচার এই সরকারের মূল উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা। সরকার এক দলীয় কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে ঘিরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেল ও করোনা চিকিৎসা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, উকিল আব্দুস সাত্তার এমপি, সৈয়দ একে একরামুজ্জামান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সহ সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, ব্যরিষ্টার রুমিন ফারহানা এমপি, সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, এবিএম মোমিনুল হক, এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, আসাদুজ্জামান শাহিন, ড্যাব নেতা অধ্যাপক ডা. আব্দুস সালামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদপুরে এক দোয়া মাহফিল অংশ নেন রুহুল কবির রিজভী। এ সময় গরীব অসহায়দের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমানের আয়োজনে দোয়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও ছিলেন-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শীর শরাফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আসাদুল করিম শাহীন, যুবদল নেতা জাকির হোসেন নান্নু, মৎস্যজীবিকদল নেতা আবদুর রহিম, জাসাস নেতা জাকির হোসেন রুকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।