নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় চালককে অচেতন করে ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাইয়ের অভিযোগে ৩ তরুণকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ জুলাই) মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা বিভাটেকটি (অটোরিকশা)। ছিনতাইকারী তিন কিশোর জানিয়েছে, অটোরিকশা গুলো টুকরো করে বিক্রি করতে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুরে।
আটককৃত কিশোররা হলেন, জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের কাশেম মিয়ার ছেলে ইমন মিয়া (১৭), আ: হালিমের ছেলে জাকির খান (১৫) ও চাঁন বাদশার ছেলে মো. হোসেন(১৬)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের দত্তখোলা গ্রামের আলী আজমের ছেলে শাহপরান (১৮) নিজের বিভাটেক নিয়ে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পর যাত্রীবেশে ৩ কিশোর উঠে সদর উপজেলার সুহিলপুরে আসার জন্যে। সুহিলপুর এসে পানির সাথে চেতনা নাশক ঔষধ পান করিয়ে চালক শাহপরানকে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে শাহপরানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছিনতাই হওয়া অটোরিকশা সহ তিন কিশোরকে আটক করা হয়েছে। এই ঘটনায় শাহপরানের বাবা বাদি হয়ে মামলা দেওয়ার পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক তিন কিশোর পুলিশকে জানায় তারা গত ২/৩ বছর যাবত চেতনানাশক ঔষধ পান করিয়ে অটোরিকশা ছিনতাই করে আসছে। তাদের টার্গেট থাকে অল্প বয়সের অটোরিকশা চালক। ইতিপূর্বে তারা আরও এমন ৩/৪ টি ছিনতাই করেছে। এইবার প্রথম তারা ধরা পড়লেন। আটকের পর তারা আরও জানায় ছিনতাই করা অটোরিকশা টুকরো করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুরে লিটন নামের এক ব্যক্তির কাছে নিয়ে গিয়ে বিক্রি করতেন। (সরোদ)