ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ১জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 15 August 2021, 512 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় এক রিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত রিকশাচালক শাহজাহানকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে জেলা শহরের টিএ রোড লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের জামারবালি গ্রামের মুলু মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার (১৫ আগস্ট) রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ওই ক্রসিং অতিক্রমের সময় রিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় রিকশাচালক ও আরোহী আহত হয়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে আহত শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, রবিবার (১৫ আগস্ট) রাতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় রিকশাচালক অসাবধানতা-বশত রিকশা নিয়ে রেললাইনে ওঠে পড়ে। এ কারণে ট্রেনের ধাক্কা লেগে ১ জন নিহত হন।