ঈদের খাবার হয় যেন সবার’ এর আয়োজন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 1 July 2023, 59 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : সমাজসেবামূলক সংগঠন ‘জীবন জীবনের জন্য’ এর ঈদুল আজহা’র নিয়মিত প্রোগ্রাম ‘ঈদের খাবার হয় যেন সবার’ এর ১১তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) ঈদ-উল-আজহা’র দিন ব্রাহ্মণবাড়িয়া রেল-স্টেশনের দক্ষিণ পার্শ্বে, মৌড়াইল, বৌ-বাজারে প্রায় ২ হাজার অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুপুর ২ টা থেকে পোলাও চালের সবজী-খিচুরী ও সন্ধ্যা ৭ টা থেকে সবজী-খিচুরী এবং গরুর গোশতের সাথে আলু দিয়ে তরকারী পরিবেশন করা হয়। চলে পরের দিন সকাল পর্যন্ত। এটি সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক সমাজসেবামূলক অনুষ্ঠান।

(ছবি : লুৎফর রহমান মোল্লা)

এছাড়াও বিশেষভাবে উল্লেখ্য, ঈদের অপর অনুষ্ঠান ‘দরিদ্র সুবিধাবঞ্চিত’ মানুষের সংগ্রহীত গোশত সিদ্ধ করে দেয়া। শুরু হয় রাত ১০ টা থেকে। এই আয়োজনের উদ্দেশ্য হল, দরিদ্র লোকজনদের মধ্যে যারা গোশত নিয়ে দূর-দূরান্তে যাবেন; তারা যেন বাড়িতে টাটকা গোশত নিয়ে যেতে পারেন।