ব্রাহ্মণবাড়িয়ার কাঞ্চনপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 9 June 2023, 92 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শাহজাহান (৫০) নামে এক কৃষক মারা গেছেন। মারা যাওয়া শাহজাহান সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জালু মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
বৃহস্পতিবার (০৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ-ঘটনা ঘটে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, দুপুরের পর বৃষ্টি শুরু হয়। এসময় কাঞ্চনপুর গ্রামের শাহজাহান নামের এক ব্যক্তি মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বজ্রপাত মাছিহাতা ইউনিয়নে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।