বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা যুগিয়েছেন -আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, 3 June 2023, 82 বার পড়া হয়েছে,

শেখ মো. কামাল উদ্দিন : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা দিয়ে নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমদের একটি দেশ দিয়ে গেছেন, একটি পতাকা দিয়ে গেছেন, একটি পরিচিতি দিয়ে গেছেন।

শুক্রবার (০২ জুন) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়াধীন এসইডিপি কর্মসূচীর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পারফরমেন্স বেইজ্ধসঢ়;ড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কীম এর আওতায় উপজেলা পর্যায়ের দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন; আইন সচিব মো: গোলাম সারোয়ার, কর্মশালার রিসোর্স পার্সন স্কীম পরিচালক প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ, উপজেলা চেয়ারম্যান
এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী মো: আজহারুল ইসলাম, জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য প্রভাষক রুমানুল ফেরদৌসী প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ ও মাদ্রাসার প্রধান, সহকারি প্রধান ও পরিচালনা পরিষদের সভাপতিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও কসবা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তেতৈয়া-ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে তাঁর পিতা মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মৃতি মোটর সাইকেল ফুটবল টুর্ণামেণ্ট আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।