কবি’র কলমের বিশেষ ক্রোড়পত্র ‘বাংলার ঢোল’ এর মোড়ক উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়া, 7 May 2023, 85 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলমের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে একটি বিশেষ ক্রোড়পত্র ‘বাংলার ঢোল’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (৫ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় জনতার খবর এর কার্যালয়ে ‘বাংলার ঢোল’ এর মোড়ক উন্মোচন হয়।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মতিন শিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের গবেষক কবি ও সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক, বাচিক শিল্পী মনির হোসেন, শিল্পপতি ও কবি গীতিকার দেওয়ান মারুফ, মুক্তিযুদ্ধের বীর সেনানী, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বাবু রতন কান্তি, কবি রোদ্র মোহাম্মদ ইদ্রিস, কবি রুবেল মিয়া, সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক শরীফ আহমেদ খাঁন, জনতার খবরের নির্বাহী সম্পাদক জাকারিয়া জাকির, বিশিষ্ট নারী সংগঠক কোহিনূর আক্তার প্রিয়া প্রমূখ।
সংগঠনের অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি গাজী তানভীর আহমেদ, সহ সভাপতি ফাহিম মুনতাসীর, সহ সভাপতি ইফতাহারুল হক সোহান, দপ্তর সম্পাদক রূপম ধর, প্রচার সম্পাদক ইকরাম হোসেন সহ অনেকে।
অনুষ্ঠানে নবীনদের মত প্রকাশের মঞ্চ সোনালী সকালের সদস্যরা দলীয় আবৃত্তি পরিবেশন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কবি জয়দুল হোসেন কবির কলমের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দিয়ে বলেন এ প্রকাশনাগুলো নতুন লেখক সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। দিনে দিনে এ শহরে মানবিক মানুষ কমে যাচ্ছে বলে আশংকা প্রকাশ করে সকলকে মানবিক মানুষ হওয়ার আহবান জানান উপস্থিত বক্তৃতাগন।