তোর আগাতে কখন যাই মরে: গীতিকার ও সুরকার বাউল শিল্পী মিজান সরকার

জনতার কন্ঠ, 6 May 2023, 262 বার পড়া হয়েছে,

‘আমার অন্তরে আর দিস না দাগা’ তুমি বন্ধু আমারে= তোর আগাতে কখন যাই মরে= সোনা বন্ধুরে বন্ধুরে=১ মাটির বান্ডে সইবো কত দাগ লাগাইলি শত শত রে’ বন্ধু= পুরা বুকে সইবো কত’ ভলি যে বিনয় করে=২ লোক সমাজে হইলাম দোষী’ করলি আমায় কুল বিনাশী রে’ বন্ধু= দেশ-বিদেশে’ ঘুরে বেড়াই’ ব্যাথা লইয়া অন্তরে=৩ চটিপাড়ার মিজান সরকার’ মনটা দিল’ কইরা উজারে’ বন্ধু= সরল মনটা’ ভেঙে দিয়া’ থাকিস কারবা বাসরে=৪

(সংক্ষিপ্ত পরিচিতি : মোহাম্মদ মিজানুর রহমান রানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার অন্তর্গত ১০ নং গোকর্ণ ইউনিয়ন পরিষদের চটি পাড়া গ্রামে জন্মলাভ করেন। ১২ বছর যাবত এই গুনি শিল্পী ‘মিজান সরকার’ বহু লোকসঙ্গীত লিখে সুর ও কন্ঠ দিয়ে আসছেন।)